শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভান্ডারিয়ায় এক প্রস্তুতি সভা হয়েছে।
দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক :
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৭
বার পঠিত
ভান্ডারিয়া প্রতিনিধিঃ-
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ভান্ডারিয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন, সেনাবাহিনীর সি: ওয়ারেন্ট অফিসার মফিজুল ইসলাম।
দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনা ও প্রস্তুতি সভায় উপজেলার অফিসার্স বৃন্দ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক সহ উপজেলার (৪৮) টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, জামাত ইসলামের আমির মাওলানা আমির হোসেন, বিএনপি নেতা আব্দুল হাই হাওলাদার, সেক্রেটারি মনির হোসেন আকন, ইসলামিক শাসনতন্ত্রের সভাপতি মোঃ বাদশা জোমাদ্দার, সাংবাদিক এইচ এম জুয়েল, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি কিরণ চন্দ্র বসু ও সেক্রেটারি উত্তম কুমার দাস প্রমুখ।
উল্লেখ্যঃ পিরোজপুর জেলায় ৪৫৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।