ভান্ডারিয়ার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩টি ল্যাপটপ চুরি !!
দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক :
প্রকাশের সময় :
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
১৭
বার পঠিত
hdr
ভান্ডারিয়া প্রতিনিধিঃ-
ভান্ডারিয়া উপজেলার পৈকখালী হাজী সৈয়দ নুরুজ্জামান মাধ্যমিক বিদ্যালয় থেকে রাতের আঁধারে তিনটি ল্যাপটপ চুরি হয়ে যায়।
শিক্ষার্থী প্রশিক্ষণের জন্য সরকারিভাবে পাওয়া ১৭ টি ল্যাপটপ বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে (কম্পিউটার-ল্যাব) ছিল। তার মধ্য থেকে জানালার গ্লাস ভেঙ্গে গ্রিলের ফাক দিয়েে জানালার পাশে থাকা ৩টি ল্যাপটপ দূস্কৃীতিকারীরা চুরি করে নিয়ে যায় বলে ধারণা করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পংকজ কুমার হালদার। শিক্ষকরা মঙ্গলবার সকালে বিদ্যালয় এসে এই ঘটনা দেখতে পান।
১ সেপ্টেম্বর সোমবার দিবাগত মধ্যরাতে বিদ্যালয়ের নৈশ প্রহরীর (পাহারাদার) চোখ ফাঁকি দিয়ে, ভবনের পিছনের অংশে সুপারি গাছ বেয়ে চোরেরা দোতলার জানালার গ্লাস ভেঙ্গে গ্রিলের ফাক দিয়ে এই ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।
বিষয়ে বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সংশ্লিষ্ট ঊর্ধতম কর্মকর্তা সহ ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।