বাংলাদেশের নদীর সংখ্যা ২৪০২টি হলেও সরকারি তালিকায় ১ হাজার ৪১৫টি —লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী।।
দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক :
প্রকাশের সময় :
রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
৩২
বার পঠিত
এইচ এম জুয়েলঃ–
সরকারের প্রতিনিধি জেলা প্রশাসকরা নদীকে খাল বানিয়ে ফেলেন অভিযোগ করে লেখক ও নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে সর্বশেষ তালিকায় নদীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪১৫টি। কিন্তু আমরা সরেজমিন ঘুরে নদী পেয়েছি ২ হাজার ৪০২ টি। এর মধ্যে সুন্দরবনের সব নদী আসেনি। সুন্দরবনে নদী আছে ২২৭টি, অথচ খুলনা থেকে সুন্দরবনের নদীর তালিকা দিয়েছে ১৮টি। অনেক নদীকে সরকার খাল হিসেবে দেখিয়েছে।
সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ আয়োজিত অংশগ্রহণমূলক গণপাঠ ‘হাজার নদী জাগাও’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,শনিবার (১৬ আগস্ট) রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে।
স্বাগত বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের আহ্বায়ক এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। মূল বক্তা ছিলেন লেখক ও নদী গবেষক মাহবুব সিদ্দিকী।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ। আনোয়ার সাদাত, সভাপতি, বাংলাদেশ নদী রক্ষা আন্দোলন। সুমন শামস, চেয়ারম্যান, নোঙর ট্রাস্ট এবং অ্যাডভোকেট আনোয়ার হোসেন।
এ সরকার নদীর যে তালিকা প্রণয়ন করেছে তা ভুলে ভরা জানিয়ে মাহবুব সিদ্দিকী বলেন, নদীর তালিকার ক্ষেত্রে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকদের ওপর নির্ভর করা হয়েছে। জেলা প্রশাসকরা সরেজমিন নদীর খোঁজ না করেই জুনিয়র কাউকে দায়িত্ব দেন। সেই জুনিয়রেরও হয়তো নদী সম্পর্কে কোনো ধারণা নেই এবং অন্তর্বর্তী সরকারের সময়ে করা নদীর তালিকা গতানুগতিক ও ভুলের পুনারাবৃত্তি।
** নদী বাঁচলে দেশ বাঁচবে ** “সুমন শামস” বলেন আমাদের এখনই সোচ্চার হওয়া দরকার। সরকারের কাছে আহ্বান পরিবেশের ভারসাম্য রক্ষা করতে নদী কে বাঁচিয়ে রাখতে এখনই উদ্যোগ নিতে হবে।