
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি,পিরোজপুর শাখার পক্ষ থেকে দুঃস্থ ও শীতার্ত মাদরাসা ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২০ জানুয়ারি বুধবার বিকেলে ব্যাংকের পিরোজপুর শাখা কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উক্ত শাখার শাখা ব্যবস্থাপক ও এফএভিপি জনাব খালেদ-আল-মাসুদ,প্রিন্সিপাল অফিসার নাছির উদ্দিন, অপারেশন ম্যানেজার মিসরাত জাহান মুন্না, জেনারেল ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রধান মফিজুর রহমান , বিনিয়োগ প্রধান সাইফুল ইসলাম,বিনিয়োগ অফিসার হারুন অর রশিদ, তৌহিদুল ইসলাম , ক্যাশ ইনচার্জ মারুফা আক্তার,জেনারোল ব্যাংকিং অফিসার আব্দুল ওয়াদুদ এবং অনান্য সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক খালেদ -আল-মাসুদ বলেন প্রতিবছরের ন্যায় এ বছরও আল-আরাফাহ ইসলামি ব্যাংক অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। এ ধারা অব্যহত থাকবে বলে তিনি ব্যাংকে নিয়োজিত সকল উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দোয়া কামনা করেন।