মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে হিজলা ও মুলাদী উপজেলা মৎস্য অধিদপ্তর এবং হিজলা উপজেলার কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে ৭৮ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করে।যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৫৬ লক্ষ টাকা।
শুক্রবার (২৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম। তিনি বলেন,মেঘনা নদীতে কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য দপ্তর অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের মাধ্যমে বিকেল আনুমানিক সাড়ে ৩ টার সময় মুন্সিগঞ্জ থেকে হাতিয়া গামী একটি ইঞ্জিনচালিত কাঠবডি ট্রলারে অভিযান চালিয়ে ২৬ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করা হয়।স্থানীয় সূত্র জানায়,কিছু অসাধু ব্যবসায়ী প্রতিবছর এ নতুন জাল বিক্রয়ের জন্য মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন।উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলম ও মৎস্য দপ্তরের মেরিন ফিশারীজ অফিসার মোঃ মিজানুর রহমানের উপস্থিতিতে বিকেল সাড়ে ৪ টার সময় হিজলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃসোহেল রানার নেতৃত্বে উপজেলার বাউশিয়া এলাকায় জনসম্মুখে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে