বলা হয়নি অনেক কথা
লোকলজ্জা ভয়ে,
এমনি করেই বদহজমে
কত কি গেছি সয়ে!
কখনো হয়নি হিসাব করা
চাওয়া-পাওয়ার সেই অংক ,
এখন দেখি এসব নিয়েই
চলছে জলাতঙ্ক!
হয়নি দেখা নিকট অতীত
যা ছিল প্রয়োজন ,
সময় গেল দিন ফুরালো
সবই নিষ্ফল আয়োজন!
মিষ্টি কথায় দৃষ্টি রেখে
দেখছি অনাসৃষ্টি,
এই দেখি মেঘ সেই দেখি রোদ
আবার দেখি বৃষ্টি!
মানুষ চিনতে ভুল করেছি
বিশ্বাস করেছি ঢের,
এরই মাঝে নিঃশেষ হয়েছি
আজও তা পাইনি টের!
লোকে কি বলবে সেই ভাবনায়
ইজ্জত বাঁচাবার ছলে,
ঘুম ভাঙতেই আমায় দেখি
মান হারানোর দলে!