
“ক”
(( কালো করোনা ))
—–মোসাম্মৎ নুরুন্নাহার”
করোনার ভয়ে
কম্পিত হয়ে,
সারা বিশ্ব
গেছে কালো হয়ে।
কালো ধোঁয়া,
কালো পোড়া মবিল জল,
কালো মাটি,
কালো ফুল-ফসল।
কালো বায়ু
কালো ফুসফুস…..
কালো হৃদয়
কট্টর নির্দয়…..
কালো করোনা আমি।
কেটে ফেলো আমায়
মেরে ফেলো আমায়,
নইলে কালো থাবায়
গ্রাস করবো তোমায়।
তোমার নিঃশ্বাস
হবে দীর্ঘশ্বাস…..
স্বজনের তরে,
মানবের তরে।
পৃথিবী কাঁদবে সেদিন
অঝোর ধারায়।
ফুটবেনা ফুল,ফল,
থাকবেনা হাসি,
হাহাকার থাকবে শুধু
সব স্বপ্ন বাসি।
মহাসৃষ্টি…..
তোমায় আমি
বড় ভালোবাসি।
তাই…..
নিঃশেষ করো আমায়,
ঝাঁঝড়া করো ভ্যাকসিনে,
পোড়াও তীব্র অনলে,
কড়াল প্রখর কিরণে।
কর্মকে ধর্ম মানো,
সত্য সুন্দর পথকে জানো।
বীভৎস কালো এ শতাব্দীর,
নয়নের আলোয় কর চৌচির।
মোসাম্মৎ নুরুন্নাহার –প্রধান শিক্ষক,
৬৯ নং উত্তর ভান্ডারিয়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভান্ডারিয়া, পিরোজপুর।