গোপন সংবাদের মাধ্যমে শনিবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে বরিশালের একটি বাসা বাড়ি থেকে তাহাকে আটক করা হয়।পরে রবিবার সকালে হিজলা থানায় সোপর্দ করা হয়েছে। তিনি স্থানীয় সাংসদ পংকজ নাথের অনুসারী ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারী হিজলা- গৌরব্দী ইউনিয়নে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য সকালের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কৌশল বিনিময় করতে আসেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার। সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে চলে আসার পরে মান্দ্রা বাজারে ফকরুল ইসলাম বেপারীর নেতৃত্বে দিপু সিকদারের লোকজনের উপর দেশীয় অস্ত্র জি আই পাইপ,লোহার রড,রাম দা ও ছেনা দিয়ে হামলা ও ভাংচুর করে। এ মামলায় ফকরুল ইসলাম বেপারীকে ১ নাম্বার করে ১৮ জনের নাম উল্লেখ ও আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। উল্লেখ্য প্রতিহিংসার রাজনীতির কারণে নির্বাচনী পরবর্তী রক্তক্ষয়ী সহিংসতা বেড়েই চলেছে এ ইউনিয়নে।ঘটনার পর থেকেই তিনি আত্নগোপনে চলে যান। হিজলা থানা অফিসার ইনচার্জ জুবাইর বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশাল র্যাব -৮ একটি বাসা বাড়ি থেকে ফকরুল ইসলাম বেপারীকে আটক করে হিজলা থানায় সোপর্দ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : এইচ এম জুয়েল