মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার(৭অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় হিজলা প্রেসক্লাব হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃআলতাফ হোসেন খোকনের আহবানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডঃ দেওয়ান মোঃ মনির হোসেন বলেন,৫ ই আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর কতিপয় কিছু ব্যক্তি উপজেলা বিএনপির সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্র চালিয়ে আসছেন।দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল গাফফার তালুকদার,সদস্য সচিব দেওয়ান মোঃ মনির হোসেন ও সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন এর বিরুদ্ধে অপচেষ্টা চালাচ্ছেন।এমনকি বিএনপির কেন্দ্রীয় দপ্তরে ধর্ষণ, হামলা ও লুটপাটসহ নানা ধরনের অভিযোগ দায়ের করেন। আনিত অভিযোগের সাথে উপজলা বিএনপির কোনো সম্পর্ক নেই বলে তাদের দাবি।এছাড়াও লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় দৈনিক যুগান্তর প্রথম আলো , সমকালসহ স্থানীয় অনেক পত্রিকায় সাংবাদিক বন্ধুদের ভুল তথ্য দিয়ে লুটপাট ভাঙচুর সহ নানা ধরনের সংবাদ প্রকাশ করা হয়।সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর জন্য অনুরোধ জানান তারা।এ সময় উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, সদস্য সচিব মোঃ দুলাল সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইনুল হাসান সম্রাটসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।