হিজলা(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার, ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিনকে সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্পতিবার(১৩ জুন) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি ড.শাম্মী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন,আলহাজ্ব আব্দুল লতিফ খান, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাব আহমেদ,উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রকি,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রকিবুল ইসলাম তানভীর, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান,বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব হিরন হাওলাদার,গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউনুস সিকদার, মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা।এ ছাড়া ও উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিক লীগ,কৃষক লীগসহ সকল শ্রেনী পেশার মানুষ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নব- নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার বলেন,আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ও ড.শাম্মী আহমেদ এর প্রতি। অকুণ্ঠ সমর্থন দিয়ে আমাকে নির্বাচিত করায় আমি উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞ।আমি আপনাদের সকলের মতামতের ভিত্তিতে একটি মডেল উপজেলা গড়তে চাই। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ।