প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ৮:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৮:৪৭ পি.এম
ভান্ডারিয়ায় প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী “হামলায় গুরুতর আহত।
তৃণমূল প্রতিনিধিঃ-
ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম আমিনুল হক এর উপর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত। প্রথমে ভান্ডারিয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে।
আহত প্রধান শিক্ষকের মেয়ে ও প্রত্যক্ষদর্শী (ঐশী )জানান দীর্ঘ দিন যাবৎ স্কুল মেনেজিং কমিটির দ্বন্দে রোশানালে পরে আমার বাবা প্রধান শিক্ষক আমিনুল হক চাকুরী অবস্থায় সাময়িক বরখাস্ত হন তার সাথে আরো দুই শিক্ষক। বিষয়টি নিয়ে (প্রধান শিক্ষক) বিভিন্ন দপ্তরে ও আইনি লড়াই শেষে এবছর (১২ জানুয়ারী) উচ্চ আদালতে তাকে সাময়িক বরখাস্তসহ সকল বিষয় তার পক্ষে রায় প্রাদান করেন। উক্ত রায় পেয়ে রবিবার (৯ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় যোগাদন করতে গেলে ওই ম্যানেজিং কমিটির ভাড়াটিয়া সন্ত্রাসীরা যোগদান করতে বাধা প্রদান করেন এবং তার গায়ে হাত দিয়ে অপমানিত করেন, খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়কে শান্ত থাকার কথা বলেন। (প্রধান শিক্ষক) বিদ্যালয় যোগদান করতে না পেরে বর্তমান সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে এ ঘটনার অভিযোগ দিতে ভান্ডারিয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে মোল্লা বাড়ীর সমূখে ঐসন্ত্রাসীরা পুনরায় হামলা করলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে যান, তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সজনরা ঢাকায় নিয়ে গেছে ।
ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ অহম্মদ আনওয়ার জানান খবর পায়ে পুলিশ পাঠিয়েছি । তার পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : এইচ এম জুয়েল
Copyright © 2025 দৈনিক তৃণমূল সংবাদ. All rights reserved.