ভান্ডারিয়ায় দুই দশক পর বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত
দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক :
প্রকাশের সময় :
শনিবার, ৮ মার্চ, ২০২৫
১৩
বার পঠিত
তৃণমূল প্রতিনিধিঃ
দুই দশক পর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ভান্ডারিয়া পৌর অডিটরিয়ামে উপজেলা বিএনপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন “বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।
এসময় তিনি বলেন দুর্নীতিতে বিশ্বের প্রথম হয়েছে ফ্যাসিস্ট হাসিনা এবং ইতিহাসে স্বৈরাচারী দানব শেখ হাসিনাই দেশে গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গেছে।
তিনি আরো বলেন তৃণমূলের মতামত ভিত্তিতে ওয়ার্ড থেকে শুরু করে পর্যায়ক্রমে কেন্দ্রীয় পর্যন্ত কমিটি গঠন করা হবে এবং দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে মূল্যায়িত করা হবে।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা,
বিএনপি নেতা এডভোকেট নুরুল ইমান বাবুল, মোঃ নজরুল ইসলাম খান, মোঃ সুমন হাওলাদার প্রমুখ।
ভান্ডারিয়ায় প্রায় দুই দশক পড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা,২৪ এর গণঅভ্যুত্থানের সকল শহীদদের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সময় ভান্ডারিয়া উপজেলার সকল বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।