
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামের স্থানীয় আলতাফ হাওলাদার এবং আব্দুস সবুর হাওলাদার এর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ, এর জেরধরে “সবুর হাং উপর সন্ত্রাসী হামলা।
তৃণমূল প্রতিনিধিঃ (১৭ জানুয়ারি ২০২৫) শুক্রবার সকালে জমি সংলগ্ন নুরুল ইসলামের বাড়ির সম্মুখে পরিকল্পিত তর্কে জড়িয়ে (প্রতিপক্ষ আলতাব)এর ছেলের তুষারের প্ররোচনায় ভাড়াটিয়া (ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি) স্থানীয় মালেক মেম্বারের ছেলে তানিমের নেতৃত্বে তুষার, মুন্না, মারুফ ও তাহাজ্জুদ সহ ৮ থেকে ১০ জন অতর্কিত হামলা চালায় মুহূর্তের মধ্যেই সবুরের মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় লোকজন উদ্ধার করে হসপিটালে নিয়ে যান, বর্তমানে বরিশাল মেডিকেলে উন্নত চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও আহত সবুরে ছোট ভাই শোয়েব তৃণমূল সংবাদকে এ তথ্য দিয়ে নিশ্চিত করেন এবং তিনি আরো বলেন আমার বড় ভাই এই সন্ত্রাসী হামলায় শিকার হয়েও তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে থানা পুলিশ এখনো মামলা গ্রহণ করেনি।