ভান্ডারিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন।।
দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক :
প্রকাশের সময় :
শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
১০
বার পঠিত
তৃণমূল প্রতিনিধিঃ
“আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ভান্ডারিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ ঘটিকায় ভান্ডারিয়া প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন প্রস্তুতি কমিটির উদ্দ্যেগে পরাগ নারী কল্যাণ সংস্থা ও পিরোজপুর দুর্বার নেটওয়ার্ক কমিটির আহবায়ক সৈয়দ সাহানা ফরিদ এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ১১ দফা দাবী সম্মলিত লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিভা নারী উন্নয়ন সংস্থার সভাপতি ও জেলা দুর্বার নেটওয়ার্ক কমিটি সদস্য সাবিকুন্নাহার হ্যাপি।
অনুষ্ঠান সঞ্চলনা করেন শিক্ষিকা আফরোজা আক্তার মুক্তা, এসময় নারী উন্নয়নে বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ১১ দফার মধ্যে উল্লেখ যোগ্য নারীর উপর যে কোন ধরনের সংঘবদ্ধ সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, সকল সরকারি -বেসরকারী প্রতিষ্ঠান দপ্তরিক বা অধিকারভিত্তিক কমিটি, জুলাই অভ্যুথানে নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১১টি দফা উল্লেখ করেন।