পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিরোজপুর শাখার পক্ষ থেকে দুঃস্থ ও শীতার্ত মাদরাসা ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৩ জানুয়ারি বুধবার বিকেলে ব্যাংকের পিরোজপুর শাখা কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উক্ত শাখার শাখা ব্যবস্থাপক ও এসপিও সাব্বির আহমেদ, অপারেশন ম্যানেজার মিসরাত জাহান মুন্না, জেনারেল ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রধান হারুন অর রসিদ, বিনিয়োগ প্রধান সাইফুল ইসলাম, ক্যাশ ইনচার্জ মারুফা আক্তার,জেনারোল ব্যাংকিং অফিসার আব্দুল ওয়াদুদ,তৌহিদুল ইসলাম রুবেল এবং অনান্য সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর শাখা ব্যবস্থাপক সাব্বির আহমেদ বলেন প্রতিবছরের মতো এ বছর ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। পরবর্তীতেও আমাদের এ ধারা অব্যহত থাকবে ইনশাআল্লাহ। তিনি ব্যাংক নিয়োজিত সকল উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দোয়া কামনা করেন।