*** অতৃপ্ত জীবন ***
…….সাংবাদিক জুয়েল
প্রেম বিরহে জলে পুড়ে হইল ভব ঘুরে, আপন বলতে কেউ ছিল না জগৎ এ সংসারে।
ক্ষুধার জ্বালায় অন্ন খোঁজে চোর সে তো নয়, বিনা দোষে মারলি তারে বারণ শুনলি না।
তোরা হইলি উচ্চ মেধাবী আসলে লম্পট, বিশ্ববিদ্যালয়ের নামটারে করলি কলঙ্ক।
মানুষ তো নও পশুর মত উল্লাসিত হয়ে, এক থালা ভাত পেটে দিয়ে প্রাণটা নিলি কেড়ে।।
প্রিয় তোফাজ্জল ক্ষমা করে দিস * ভালো থাকিস পরপারে