প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ৮:১২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৭:৪২ পি.এম
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে
তৃণমূল প্রতিনিধি :
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন, প্রয়াত সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ত্রিবার্ষিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদার ও সাংবাদিক জারিন মনজুম মৌ।
এ উপলক্ষে পিরোজপুর জেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাসান মামুন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। একইসঙ্গে পিরোজপুর জেলা কমিটির সভাপতির দায়িত্ব প্রদান করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়-এর রত্নগর্ভা মা সামসি আরা জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এটিএন এমসিএল এর ডিরেক্টর মোঃ আনিসুর রহমান এবং শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব-এর ভাই আবুল আহসান মোঃ আজরফ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন, সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনি, নীতিনির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, সদস্য মুহম্মদ মনজুর হোসেন, নির্বাহী পরিষদের নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শাখা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও পূর্ণ সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য: জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এইচ এম জুয়েল
Copyright © 2025 দৈনিক তৃণমূল সংবাদ. All rights reserved.