তৃণমূল প্রতিনিধিঃ এলাকাবাসী ও ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. রাফিন। সে পাঁচখোলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল রাফিন। তখন তাদের প্রথম সময়িক পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যালয় ছুটির পর টয়লেটে যায় শিশুটি। পরে দপ্তরি খোকন খান টয়লেট চেক না করেই বাহির থেকে ছিটকানি লাগিয়ে দেন। পরে শিশুটি দরজা খোলার জন্য ডাক–চিকিৎসার করলেও কোনো সাড়া মেলেনি। এ সময় বারবার দরজা খোলার জন্য চিৎকার করে সে অসুস্থ হয়ে পড়ে।
পরবর্তীতে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করলে স্কুলে পাশ দিয়ে যাওয়ার সময় তার চিৎকার শুনতে পায়। তখন স্কুলের তালা ভেঙে শিশুটিকে ৬ ঘণ্টা পর উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয়েছে।
পাঁচখোলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম বলেন, ঐদিন আমি একটা মিটিংয়ে ছিলাম। পরে আমি জানতে পেরেছি বিষয়টি দুঃখজনক।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে, ঘটনাটি দুঃখজনক। তবে এর দায় প্রধান শিক্ষক ও দপ্তরি কোনোভাবেই এড়াতে পারে না।
সম্পাদক ও প্রকাশক : এইচ এম জুয়েল